তানিম মাহমুদ এর নতুন গান বাংলাদেশ মুক্তি পাচ্ছে আজ

জোন বায়েজের “বাংলাদেশ” অবলম্বনে ভাবানুবাদ করেছেন রুপম ইসলাম তানিমের মাহমুদের কন্ঠে নতুন রুপে যা মুক্তি পাচ্ছে আজ। গানটার সাথে মিশে আছে বাংলাদেশের অস্তিত্বের বিশাল ইতিহাস।

যুদ্ধ লগ্নে পৃথিবীর আর এক প্রান্তের জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পীরা সেই বিষাদের ভয়াবহ চিত্র এঁকে জান গানে গানে, সারা পৃথিবী কে জানান দেন বাংলাদেশের কথা। জোন বায়েজের বাংলাদেশ, অবলম্বনে ভাবানুবাদ করেছেন রুপম ইসলাম। সঙ্গীত আয়োজনে ফাহিম ইলেকট্রিক গিটার-তানিম মাহমুদ। মেহেরপুরের রক শিল্পী তানিম মাহমুদ মেহেরপুর নিউজ কে জানান, আমার নতুন গান বাংলাদেশ যদিও নতুন বলেছি তবে এই গানটার সাথে মিশে আছে আমাদের অস্তিত্বের বিশাল ইতিহাস।

সময়টার ১৯৭১, আমাদের দেশ তখনো পূর্ব পাকিস্তান। ঘরে ঘরে পাক হানাদার বাহিনীর জালানো আগুনে পুড়ছে বাংলা। লক্ষ্য পরিবার ধ্বংস স্তুপে মিশে গেছে, অসংখ্য মানুষ সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় খুঁজেছে ভারতের শরণার্থীদের আশ্রয় কেন্দ্রে। কত ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল বীরাঙ্গণা মায়েরা, আর শহীদ হয়েছিলেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা তাদের অবিস্মরনীয় স্মৃতিকে স্মরণ করে আমার চিরন্তন কৃতজ্ঞতা প্রকাশ করলেও আমরা আজীবন ঋণী। তানিম মাহমুদ আরো জানান, গানটি এই প্রজন্মের কাছে ইতিহাস বহন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *